ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা

যৌন হয়রানির অভিযোগে খ্যাতনামা ধনকুবের ইলন মাস্কের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে মামলা করেছেন ছয় নারী। অপ্রত্যাশিতভাবে স্পর্শ, উত্ত্যক্ত করাসহ বেশ কয়েকটি অভিযোগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলাটি করেন তারা।


ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর বে এলাকায় টেসলার ফ্রেটমন্ট কারখানায় এর আগেও কর্মরত এক কৃষ্ণাঙ্গ বর্ণবাদের অভিযোগ করেছিলেন। এরপর প্রতিষ্ঠানটিকে ১৩ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হয়। এবারও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেল।


মামলায় বলা হয়, টেসলার কারখানাটিতে সহকর্মী, এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তারা নারীদের শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন। এমনকি শারীরিক সংসর্গের প্রস্তাবও দিয়েছিলেন। এমনকি আপত্তিকরভাবে স্পর্শও করারও অভিযোগ করেন তারা। অভিযোগ আনা ছয় নারীর মধ্যে পাঁচজন টেসলার ফ্রেটমন্ট কারখানায় কাজ করতেন বা এখনো কর্মরত আছেন। আর বাকি একজন ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একটি সার্ভিস সেন্টারে কাজ করছেন।


টেসলায় কাজ করেন, যৌন হয়রানির অভিযোগ আনা এমন একজন ১৮ বছর বয়সী নারী অভিযোগ করেন- সেখানে কাজ শুরুর পর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা তার শারীরিক গঠন ও চেহারা নিয়ে বাজে মন্তব্য করতেন। একজন সহকর্মী তাকে শারীরিক সংসর্গের প্রস্তাবও দিয়েছিলেন। ওই ব্যক্তি বলেছিলেন, পার্কিংয়ের জায়গায় এমন ঘটনা প্রায়ই ঘটে। এসব ঘটনার পর তিনি চাকরিটিই ছাড়তে বাধ্য হন।


যদিও টেসলার পক্ষ থেকে এসব অভিযোগ ও মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


সূত্র : এনডিটিভি, এএফপি

ads

Our Facebook Page